ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

নীলফামারী প্রতিনিধিঃ

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। পৌনে এক ঘণ্টা শিডিউল বিপর্যয়ে আজ সোমবার সকাল থেকে দুর্ভোগে পড়েন উড়োজাহাজের দেড় শতাধিক যাত্রীরা। তবে কোনো ফ্লাইট বাতিল হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ব্যাহত হয়েছিল উড়োজাহাজ চলাচল।

বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দৃষ্টিসীমা ছিল ৩০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটির প্রয়োজন হয়।বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া সমকালকে বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল সোয়া ৮টার দিকে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। তবে সকাল ৯টার পর দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।