চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির (২৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

এদিন রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়। রায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভিকটিম বা তার পরিবারকে দেওয়ার জন্য আদেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, আসামি নাসির বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীকে আদর করতেন ও চকলেট বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি নাসির ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানাধীন দক্ষিণ মুন্সিহাটের নুরু বাবুর্চির বাড়ির পেছনে একটি কারখানার অফিস রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ভিকটিম চিৎকার করলে এক পর্যায়ে আসামি তাকে ছেড়ে দেয়। ভিকটিম কান্না করতে করতে বাসায় এসে তার মাকে ঘটনাটি জানায়। পরে ভিকটিমের মা ও তার স্বামী আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে সে পালিয়ে যান।

এদিকে ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

মামলার পর একই বছরের ২৭ ডিসেম্বর মো. নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলাটি তদন্ত করে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন ২০২২ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।