নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আলোচিত ছিনতাইকারী চক্র ‘বড় ভাই’ গ্রুপের প্রধান গোলাম রসুল সানি ওরফে বড় ভাই পুলিশের হাতে ধরা পড়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত মালামাল, আইফোনসহ একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।বুধবার (৭ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ১ ফেব্রুয়ারি কোতোয়ালি থানাধীন জলসা মার্কেট এলাকায় ছিনতাইয়ের শিকার হন ইব্রাহিম সিফাত (১৮) নামে এক যুবক। তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র করে নিয়ে যায় ছিনতাইকারী। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ছিনতাইয়ের শিকার সিফাত। এরপর তদন্তে নেমে ছিনতাই কাজে গোলাম রসুল সানি (২৬) ওরফে বড় ভাইয়ের সম্পৃক্ততা পায় পুলিশ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, ‘ছিনতাইকারী বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ছিনতাইকৃত মালামাল, একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।’তার বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা।