চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ৩৪ বোতল বিদেশি মদ ও ৪৭টি ভারতীয় শাড়িসহ টিপু দাশ ওরফে নিপুন (৪৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ আগস্ট) সকালে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১০টার দিকে কোতোয়ালি থানার নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টিপু দাশ চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মৃত সুখেন্দু দাশের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকানন এলাকা থেকে বিদেশি মদ ও ভারতীয় শাড়িসহ চোরাকারবারি টিপু দাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে। মূলত শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদ ও শাড়ি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রয় করে আসছিল টিপু দাশ। আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।