চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দবিতেশাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদন: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা বৃদ্ধিসহ একাধিক দাবিতে শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (১০ জুন) বিকেল ৩টার দিকে শাহবাগ অবরোধ করে দাবি আদায়ের জন্য স্লোগান দিতে থাকে তারা।

এর আগে দুপুর ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু হয়।

এ সময় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবি জানায় আন্দোলনকারীরা।


শিক্ষার্থী সমাবেশে প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০-ঊর্ধ্বদের সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়েছে।

শাহবাগ অবরোধ করেছে ৩৫ প্রত্যাশীরা। বিকেল তিনটার দিকে অবরোধ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন শরিফুল হাসান শুভ (ঢাবি), আহ্বায়ক, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি।