চিকিৎসককে হত্যার হুমকি জামায়াতের সন্ত্রাসী মনোভাবের প্রতিফলন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিকিৎসককে হত্যার হুমকি জামায়াতের সন্ত্রাসী মনোভাবের প্রতিফলন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সব ঘটনা খুলে বলেছেন। তিনি একজন চিকিৎসক হিসেবে সেবা দিয়েছেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা সাঈদীকে চিকিৎসা দিয়েছেন। তারপরও তাকে হত্যার হুমকি দেওয়াটা বিস্ময়কর।’
আজ বুধবার (১৬ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘জামায়াত নোংরা চিন্তা করে। তারা যে সবসময় সন্ত্রাসী চিন্তা করে, রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, চিকিৎসককে হত্যার হুমকি তারই প্রতিফলন।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে হুমকির বিষয়ে ভুক্তভোগী চিকিৎসক এস এম মোস্তফা জামান রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে চিকিৎসক জামান উল্লেখ করেন, ‘তিনি বিএসএমএমইউতে হৃদরোগ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রবিবার (১৩ আগস্ট) রাতে দেলাওয়ার হোসাইন সাঈদীকে অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়।’
‘সোমবার (১৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে কতিপয় ব্যক্তি অপপ্রচার করছে ও আমাকে হত্যার হুমকি দিচ্ছে।’
জিডিতে চিকিৎসক জামান আরও বলেন, ‘আমি বর্তমানে কতিপয় ব্যক্তির আচরণে ভীত-শঙ্কিত। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারীরা যেকোনও সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে।’