চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণের প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সানজিদা মাহবুবা:

 

সারা দেশে চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে মিছিল বের করেন।

মিছিলটি পুরা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে। এরপর ঢাকা-পাবনা মহাসড়ক ধরে ক্যালিকো কটন মিলের দিকে যায়। সেখান থেকে ঘুরে এসে শিক্ষার্থী প্রধান ফটকের সামনে ঢাকা-পাবনা মহাসড়কের ওপর বসে পড়েন। সেখানে বসে শিক্ষার্থীরা ধর্ষণ, চুরি-ডাকাতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাশ করার দাবি জানান। একই সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব সিজান বলেন, ‘সারাদেশে যে হারে হত্যা, ধর্ষণ, রাহাজানি বৃদ্ধি পেয়েছে সেটি আমাদের জন্য উদ্বেগের। আমরা সবাইকে অনুরোধ করবো হত্যা, ধর্ষণ, রাহাজানির বিরুদ্ধে সবার জায়গা থেকে সোচ্চার হওয়ার জন্য। আমরা বিশ্ববিদ্যালয় থেকে এগুলোর প্রতিবাদ জানাচ্ছি, আমরা চাই সবাই এই বিষয়গুলোর প্রতিবাদ করুক।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা যে চেয়ারে বসে আছেন সেটা শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু আমরা আজ চোখের সামনে আমাদের মা-বোনদের ধর্ষণ হতে দেখছি, প্রতিদিন ডাকাতি হতে দেখছি। সারাদেশে আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসে থাকার অধিকার রাখেনা, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।’

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের মা বোনেরা সব সময় নিরাপদ থাকে। তারা যেন তাদের সম্ভ্রম নিয়ে চিন্তিত না থাকে। আমরা চব্বিশের বিপ্লব ঘটিয়েছি মা বোনের সম্ভ্রমহানির জন্য নয়। যে ধর্ষণ করবে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।’