চ্যাম্পিয়নদের অপেক্ষায় ছাদ খোলা বাস, জমেনি সমর্থকদের ভিড়

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসপ্লে বোর্ডের তথ্য বলছে নেপালের কাঠমুন্ডু থেকে বিমান ঢাকায় অবতরণ করবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। এই ফ্লাইটের জন্যই ভিআইপি লাউঞ্জের সামনে দেশের গণমাধ্যমের অপেক্ষা। তবে সমর্থকদের ভিড় আপাতত জমেনি। পর্যাপ্ত সময়ের কথা ভেবেই হয়ত এখনো আসেননি উল্লেখযোগ্য সংখ্যক দর্শক।

তবে বাংলাদেশ নারী দলকে বরণ করতে বিশেষ বাস এরইমাঝে চলে এসেছে। আপাতত গুটিকয়েক দর্শকের আগ্রহ সেই বাসকে কেন্দ্র করে। যে কজন দর্শক এসেছেন তারাও বাসের সঙ্গে ছবি তুলতেই বেশি আগ্রহী।

তবে জনসাধারণের এত কম উপস্থিতিতে হতাশ তারাও। মহাখালী থেকে আসা এক সমর্থক জানালেন, ‘এর আগেরবারও এসেছিলাম বাংলাদেশ নারী দলকে সমর্থন জানাতে। তবে সেবারে মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। সে তুলনায় এবারে সবাইকে না দেখে কিছুটা হতাশ।’

যদিও পরক্ষণেই বললেন, সময়ের সঙ্গে মানুষের ভিড় বাড়বে এমন আশা রাখেন তিনিও। আরেক সমর্থক অবশ্য জানালেন পর্যাপ্ত আগ্রহ না থাকার কথা। সাধারণ দর্শকদের অনেকেই নারী ফুটবলের প্রচারণা এবং মূল স্রোতের সঙ্গে যুক্ত হতে পারছেন না এমনই দাবি তার।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। গেলবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা।