চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে ভিন্ন কিছুর ইঙ্গিত ইংল্যান্ডের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক:
এশিয়া কাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও বড় রকমের বিপাকে পড়তে যাচ্ছে পাকিস্তান। নিরাপত্তাজনিত ইস্যুতে দীর্ঘদিন ধরেই বন্ধ আছে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। ভারত পাকিস্তান সফরে যায়নি প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া নিয়েও আছে জটিলতা। এবার সেই আসর নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন।
আর তার কথা অনুযায়ী কিছুটা অন্তত চিন্তার ভাঁজ পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কপালে। ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে না গেলে টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হওয়ার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ভারত সরকারের অনুমোদন না থাকায় ২০১২–১৩ মৌসুমের পর দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি দুই দেশ। এমনকি ভিন্ন কোনো ভেন্যুতেও হয়নি তাদের সিরিজ। এমন অবস্থায় ইসিবি চেয়ারম্যান বিসিসিআই প্রধান জয় শাহকে বড় ভূমিকা রাখতে হবে উল্লেখ করেছেন, ‘এখানে ভূরাজনীতি আছে। এরপর ক্রিকেটীয় ভূরাজনীতিও আছে। আমি মনে করি, তারা একটা সমাধানের পথ খুঁজে পাবে। খুঁজে পেতেই হবে।’
ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তাহলে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের আলোচনা আছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। তবে ভারত বা পাকিস্তানের মতো দলকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা সম্প্রচার স্বত্বের দিক থেকে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ইসিবির চেয়ারম্যান ইসিবি চেয়ারম্যান থম্পসন ও প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সেক্ষেত্রে বিকল্প হতে পারে
সেক্ষেত্রে বিকল্প হতে পারে হাইব্রিড মডেল। ২০২৩ এশিয়া কাপ খেলতে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। পাকিস্তানে আয়োজন করা হয় শুরুর দিকের কিছু অংশ। এবার চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও বিসিসিআইয়ের সিদ্ধান্ত একই থাকলে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্টের একটি অংশের খেলা হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।
২০১৭ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। টুর্নামেন্টে মোট আটটি দল খেলবে। দলগুলো হলো পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও আফগানিস্তান। এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরকে ভেন্যু চূড়ান্ত করে সংস্কারকাজও করছে পিসিবি।