ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজেস্ব প্রতিবেদক:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা করা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। সোমবার (১৫ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হামলা নিয়ে প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে আশরাফুল আলম খোকন লেখেন, ‘এখানে এসেই থমকে গেলাম। ছাত্রীবোনদের রক্তাক্ত ছবি কোনোমতেই নিতে পারতেছি না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাড়ে সাত বছর কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি লেখেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাড়ে সাত বছর কাজ করেছি। খুব কাছ থেকে দেখেছি তিনি মা-বোনদের বিষয়ে কতটা সংবেদনশীল, কতটা সম্মান করেন।’
সবশেষে প্রধানমন্ত্রীর সাবেক এ উপপ্রেস সচিব লেখেন, ‘কোটা আন্দোলনে যেমন রাজাকারদের প্রেতাত্মা ঢুকে আন্দোলন নষ্ট করেছে, আমাদেরও খুঁজে দেখতে হবে, আমাদের মাঝে কোনো অনুপ্রবেশকারী প্রেতাত্মা আছে কি না।’