ছাত্র-জনতার আন্দোলনে হামলা : কিশোরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু সাদা‍ৎ মো. সায়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত দুটি মামলায় জাফরাবাদ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার সায়েম করিমগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তার বিরুদ্ধে ইউপি সদস্যরা একাধিকবার প্রকল্পের টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। কিন্তু অদৃশ্য ইশারায় ও দলীয় প্রভাব কাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে পার পেয়ে যান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে আত্মগোপনে চলে যান।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে মামলা হলে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করি। মামলার অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য আমাদের এ অভিযান চলমান রয়েছে।