
ডেস্ক রিপোর্ট:
জর্ডানে ফিলিস্তিনিদের পক্ষে সাপ্তাহিক যে বিক্ষোভ কর্মসূচি হতো সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ গত শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানায়।গত সপ্তাহে জর্ডান জানায়, তাদের নিরাপত্তা বাহিনী দেশে সশস্ত্র হামলার একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ওই সময় সন্দেহভাজন হিসেবে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জর্ডানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা রকেট ও ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করছিল। তাদের কয়েকজন সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এতে তারা জানিয়েছেন, তারা মুসলিম ব্রাদারহুডের সদস্য।
জর্ডানে সাধারণত প্রতি শুক্রবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ। এতে ফিলিস্তিনের হাজার হাজার পতাকা উড়াতে দেখা যায়। তবে গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, জর্ডানে প্রকাশ্যে বিদেশি দেশের পতাকা উড়ানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে। তবে দেশটির নাগরিকের প্রায় অর্ধেকই ফিলিস্তিনি বংশোদ্ভূত। এ কারণে সেখানে ইসরায়েল বিরোধী মনোভাব বেশ জোরালো। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েল যখন গাজায় বর্বরতা শুরু করে তখন এই মনোভাব আরও তীব্র হয়। গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে প্রতি সপ্তাহে তারা বিক্ষোভ আয়োজন করছিলেন। তবে জর্ডানে হামলা পরিকল্পনার খবর ফাঁস হওয়ার পর এই বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।