জামালপুরের সড়কে ঝরলো দুই প্রাণ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও এক মানসিক ভারসাম্যহীন যুবক প্রাণ হারিয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তাদের লাশ মর্গে পাঠিয়েছে। নিহতরা হলো- শামীম মিয়া (১৪) ও আরমান (২৫)। আজ শুক্রবার  সন্ধ্যায় নিউজ পোস্টকে ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার (২১ জুলাই) দুপুরের পর জেলার ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জামালপুর-কামালপুর আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে অটোরিকশায় থাকা শামীম মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত কিশোর শামীম মিয়ার মরদেহ মর্গে প্রেরণ করা হয়।

অপরদিকে ইসলামপুর উপজেলায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে ট্রাকের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মারা যান আরমান নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক। পরে পুলিশ তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে।