জাল ভোট ও প্রভাব বিস্তারের অভিযোগে দুই মেম্বার প্রার্থীসহ আটক ৮
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) হাসান মোস্তফা স্বপন ও রামগতি সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে মেম্বার প্রার্থী মো. নুরনবী ও মো. শাহজাহানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস আটক করেন। এ কেন্দ্র থেকে একই অভিযোগে দায়িত্বপ্রাপ্ত প্রার্থীদের এজেন্ট গিয়াস উদ্দিন ও মো. দিদারকে আটক করেন।
এ ছাড়া একই কেন্দ্র থেকে রোকেয়া বেগমকে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক করা হয়। এর আগে হোসেনপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, সীমানা জটিলতার কারণে প্রায় ১৩ বছর স্থগিত ছিল লক্ষ্মীপুরের পাঁচটি ইউনিয়নের নির্বাচন। ইউনিয়নগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। আজ রোববার সকাল ৮টা থেকে এসব ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পাঁচটি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান, ২২৫ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলোতে ভোটার রয়েছে ১ লাখ ২২ হাজার ৯২৮ জন।