জাসাসের নেতা-কর্মীরা চাঁদাবাজি করে না: হেলাল খান

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

সিলেট প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেছেন, শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপিসহ জাসাসের নেতা-কর্মীদের মিথ্যা মামলা, জেল, গুম ও নির্যাতন চালিয়েছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি। শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাসাসের নেতা-কর্মীরা। তিনি আরও বলেন, জাসাসের নেতা-কর্মীরা চাঁদাবাজি, করে না। তারা সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট বিভাগীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাসাস নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকনের সভাপতিত্বে এবং জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খাঁন ও মহানগর সদস্য সচিব রাসেল আহমদ রানার পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু, ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও জামাল উদ্দিন নাসির, সদস্য শিহাব খান, মিজানুর রহমান মিজান, সায়মন তারিক, ইউরোপ জাসাসের সমন্বয়ক ইকবাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ, হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, মৌলভী বাজার আহ্বায়ক শামসুল ইসলাম রাসেল প্রমুখ।