জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইসলামী বইমেলায় হালচালের বিশেষ সংখ্যা

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

সাজ্জাদ হোসেন :

বর্ষপূর্তি ও জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মরণে ইসলামী বইমেলায় বিশেষ সংখ্যা ‘২৪ এর আন্দোলন’ প্রকাশ করেছে নবীনদের ছোট কাগজ ও সাহিত্য ম্যাগাজিন হালচাল। শুক্রবার (২৫ অক্টোবর) এ সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে।

এ দিন হালচালের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বইমেলায় লেখক-পাঠকের আড্ডা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, হালচালের উপদেষ্টা, মুফতি উবায়দুল হক খান, আলেম ও লেখক আব্দুল্লাহ আল মাসউদ, তানজীর আরেফিন আদনান, ওয়াফিলাইফের ফাউন্ডার রুবাইয়াত আসিরুল বারি।

এছাড়াও দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, বরেণ্য লেখক, সম্পাদক অনেকেই উপস্থিত ছিলেন।