
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদ কন্যার ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা ও মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যার বিচার দ্রুত সময়ে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে শহীদ কন্যার ধর্ষণের বিচার নিয়ে আসিফ নজরুল লেখেন, জুলাই গণআন্দোলনে একজন শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তদ্ধ করেছে। আমরা যতো দ্রুত সম্ভব এর বিচার করবো।
তিনি বলেন, এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে এবং বন্দী আছে। আসামিদের জামিনের খবরটি ভুল। তাদের ডিএনএ স্যম্পল নেওয়া হয়েছে। পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়েছি; তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশীট দিবেন বলেছেন। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যম্পাল অনুকুলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা।
মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যার বিচার নিয়ে আইন উপদেষ্টা বলেন, আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের চার্জশীট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকোরক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যতয় হবে না।
তিনি আরও বলেন, বিচারকাজে দু’চারদিন দেরি হলে আপনাদের কষ্ট হয়; সেটা বোধগম্য। কিন্তু বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে রায়টা টিকবে না। এটা যদি হয়, এর চেয়ে শোচনীয় আর কিছুই হতে পারে না। আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন, কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে।
নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর।