জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি সাংসদ মোকাব্বির

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

জ্বর, কাশি ও শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন সংসদ সদস্য মোকাব্বির খান।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাব্বিরকে সোমবার বিকালে সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে তার একান্ত সহকারী কয়েস মিয়া জানিয়েছেন
তিনি বলেন, “স্যার গত দুই দিন যাবত ন্যাম ফ্ল্যাটে অসুস্থ বোধ করছিলেন। জ্বর-কাশি ও শ্বাসকষ্ট ছিল। আজকে সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে বিকাল ৩টায় স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।”

মোকাব্বির খানের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “স্যারের টেস্ট করা হয়নি। আজকে নমুনা নেওয়া হয়েছে।”

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হয়ে সিলেট-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন মোকাব্বির খান।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশতাক আহমেদ জানান, বাজেটের ওপর সংসদে তার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্টের কারণে তিনি বক্তৃতা দিতে পারেননি।