
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় জেলের নৌকা ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে। এতে এক জেলেও আহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার গৌরিপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ১০ বছর বয়সী রায়হান মল্লিক ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় নুরানী ক্লাসে লেখা পড়া করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরা দেখতে গিয়েছিলো রায়হান। জাল ফেলার পরে নদীতে অপেক্ষমাণ থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ মিতালি-৫ নৌকাটিকে ধাক্কা দেয়। লঞ্চের ধাক্কায় নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। সেই সময় জেলে সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশুটি নদীতেই নিখোঁজ হয়।
নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন সাব অফিসার মফিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ডুবুরি ইউনিট সর্বশেষ সংবাদ পাওয়া না পর্যন্ত নিখোঁজের সন্ধানে কাজ চলমান রাখবে।