টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নতুন লড়াইয়ে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে গত বছরের বাজে পারফরম্যান্স পেছনে ফেলে এই সিরিজ দিয়েই নতুন কিছু দেখানোর আশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের একাদশে তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ আছেন দুই স্পিনার। পেস বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম। কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে। ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর এনাউচি।

জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের জন্য বেশ চেনা প্রতিপক্ষ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানটাও কথা বলছে শান্তর দলের পক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আট ম্যাচের সাতটিই জিতেছে বাংলাদেশ। হেরে যাওয়া একমাত্র ম্যাচটি ছিল সিলেটেই। ২০১৮ সালে মাঠের অভিষেক ম্যাচে স্বাগতিকদের ১৫১ রানে হারায় জিম্বাবুয়ে।

এছাড়াও সম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। গত ৪ বছরে একটি ম্যাচও জেতেনি তারা। হেরেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো নবীন দেশের বিপক্ষেও। তাই স্বাগতিকদের পরীক্ষা নিতে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও বদলাতে হবে তাদের।

এদিকে বৃষ্টির শঙ্কা আছে এই টেস্টে, তবে স্বস্তির খবর, আপাতত সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা রৌদ্রোজ্জ্বল থাকবে।