টাইগারদের একাদশে ৩ পরিবর্তন
শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। পুল করতে গিয়ে আউট হন তানজিদ। তানজিদের পর সৌম্য, ৩ ওভার শেষ না হতেই দুই ওপেনার হারায় টাইগাররা। ব্রায়ান বেনেটের শর্ট লেংথের বল কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছেন সৌম্য সরকার। তানজিদ, সৌম্যর পর হৃদয়ও কাট করতে গিয়ে হয়েছেন কট বিহাইন্ড।
৪.১ ওভারে ১৫ রান তুলতে বাংলাদেশের নেই ৩ উইকেট, এর মধ্যে দুটিই নিলেন ব্রায়ান বেনেট।এর আগে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। টানা চার ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। মিরপুরে আজ শেষ ম্যাচে স্বাগতিকরা একাদশে ৩টি পরিবর্তন এনেছে।
বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। এছাড়া একাদশের বাইরে আছেন অলরাউন্ডার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।এক ম্যাচ পর একাদশে ফিরেছেন মাহমুদ উল্লাহ। এছাড়াও আরো দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান ফিরেছেন বাংলাদেশের একাদশে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী, মাহমুদ উল্লাহ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।