টাইব্রেকারে অ্যাতলেতিকোকে হারিয়ে শেষ আটে রিয়াল

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫


ক্রীড়া ডেস্ক:

 

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলতে নামা অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচ শুরু হতেই পেয়ে গেল সমতাসূচক গোল। সেই গোলে ম্যাচটি জিতলেও টাইব্রেকারে কপাল পুড়েছে দলটির। আর পুরো ম্যাচজুড়ে গোল না পেলেও টাইব্রেকারে দুবার ভাগ্য সহায়তায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার (১২ মার্চ) রিয়াদ এয়ার মেত্রোপলিতানোয় রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোলে হারে কার্লো আনচেলত্তির দল।

অউঠঊজঞওঝঊগঊঘঞ
ঞবপয ংঃড়পশ ারফবড় ৩ ৫ঋবন২৫ঞবপয ংঃড়পশ ারফবড় ৩ ৫ঋবন২৫
ম্যাচের ২৭ সেকেন্ডে রদ্রিগো দে পলের গোলমুখে বাড়ানো ক্রস জালে জড়িয়ে দিয়ে অ্যাতলেতিকোকে এগিয়ে নেন কনর গ্যালাগার। এরপর ম্যাচের ৬৯ মিনিটে রিয়ালকে পেনাল্টি দিয়ে বসেন ক্লেমন লংলে। তবে সেই পেনাল্টি শটটি উড়িয়ে মেরে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র।

এরপর আর কোনো গোল না হলে অগ্রগামিতায় ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিটের খেলা। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও দু’দলের কেউ গোল করতে না পারলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

এরপর দুই দলই নিজেদের প্রথম দুটি স্পট কিকে সফল হলেও হুলিয়ান আলভারেজের নেওয়া শটে অ্যাতলেতিকোর দ্বিতীয় গোলটি বাতিল করে দেয় ভিএআর। কিক নেওয়ার মুহূর্তে পা পিছলে পড়ে যাওয়ার মুখেও বল ঠিকানায় পাঠাতে সক্ষম হন হুলিয়ান, কিন্তু ভিএআর জানায়, কিক নেওয়ার সময় তার দুই পা-ই বলে স্পর্শ করেছে। ফলে গোলটি বাতিল করে দিলে স্বয়ংক্রিয়ভাবে ২-১ গোলে পিছিয়ে পড়ে অ্যাতলেতিকো।

তৃতীয় কিকে দুই দলই সফল হওয়ার পর রিয়ালের চতুর্থ কিকটি ফিরিয়ে দেন ইয়ান ওবলাক। ফলে ফের ৩-৩ সমতায় ফেরার সুযোগ তৈরি করে দলটি। কিন্তু মার্কোস ইয়োরেন্তের নেওয়া অ্যাতলেতিকোর তৃতীয় শটটি ক্রসবারে লেগে মাটিতে আছড়ে পড়েও বাইরে চলে আসে। ফলে সমতায় ফেরা আর হয়ে ওঠে না তাদের।

এরপর আন্টোনিও রুয়েডিগারের চতুর্থ শটটি ওবলাকের হাতে লাগলেও তিনি তা ঠেকিয়ে রাখতে পারেননি। ফলে ৪-২ গোলে জয় নিশ্চিত করে উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।