টেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১৫ এর একটি দল।
শুক্রবার (১৮ আগস্ট) রাত থেকে ওই পাহাড় ঘিরে অভিযান শুরু করে র্যাবের চৌকস দল। শুক্রবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, অস্ত্র কারখানার তথ্য পেয়ে নজরদারি করছিল র্যাব। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র্যাব।
শুক্রবার অভিযান শুরু করা হয়। ওই কারখানা থেকে অস্ত্র উদ্ধারসহ এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও এর সংখ্যা কত, তা জানাননি।
তবে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।