টেস্ট ড্রাইভের নাম করে গাড়ি ছিনতাই

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

‘টেস্ট ড্রাইভ’ এর নাম করে ছিনতাই হয়েছে গাড়ি। ছিনতাইয়ের ঘটনায় করা হয়েছে মামলা। মামলা করেছেন মাশরুর নাঈর নামের এক গাড়ি ব্যবসায়ী।

গত শনিবার (৮ মার্চ) রাতে গাড়ি ছিনতাইয়ের ঘটনার পর রোববার শাহবাগ থানায় মামলা করেছেন মাশরুর।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ঘটনাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। প্রায় পৌনে এক কোটি টাকা দামের গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা কাজ করছে।

শাহবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, গাড়ি কেনার কথা বলে এক ব্যক্তি ব্যবসায়ী মাশরুর নাঈরের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই ব্যক্তি টোয়োটা হ্যারিয়ার গাড়িটি দেখতে পরিবাগে মাশরুর নাঈরের বাসায় যায়। এক পর্যায়ে ক্রেতাবেশী সেই লোক টেস্ট ড্রাইভের (গাড়ি চালিয়ে দেখা) কথা বলে চাবি নিয়ে চালকের আসনে বসেন। আর মাশরুর নাঈরের এক আত্মীয় বসেন গাড়ির পেছনের আসনে। পরিবাগ মোড়ে যাওয়ার পর চালকের আসনে বসা ব্যক্তির পরিচিত আরো দুইজন গাড়িতে ওঠেন। এরপর তারা অস্ত্র ঠেকিয়ে গাড়ির মালিকের লোককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যান।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে রাজধানীর গুলশান থেকে টেস্ট ড্রাইভের নামে কোটি টাকা দামের একটি গাড়ি ছিনতাই হয়। পরে পুলিশ এই গাড়িটি উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করে।