ট্রাম্প প্রশাসনের নির্দেশ না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান স্থগিত

ডেস্ক রিপোর্ট:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশ অমান্য করায় হার্ভার্ড ইউনিভার্সিটির দুই দশমিক দুই বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। শুধু অনুদানই নয়, বিশ্ববিদ্যালয়টির সঙ্গে থাকা আরও ৬০ মিলিয়ন ডলারের চুক্তিও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ মোকাবিলা করার লক্ষ্যে ১০টি দাবির কথা জানিয়েছে ট্রাম্পের প্রশাসন।
কেন এই নির্দেশ দেওয়া হয়েছে তা জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের তরফে দেওয়া একটি বিবৃতিতে।
তাতে জানানো হয়, সেখানকার সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে একটি উদ্বেগজনক অধিকারের মানসিকতাকে ডেকে আনা হয়েছে।এই তালিকায় নাম আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের।
হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার শিক্ষার্থী এবং অনুষদের উদ্দেশে লেখা এক চিঠিতে জানিয়েছেন, স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার নিয়ে তার সরকারের সঙ্গে আপস করবে না।
গত বছর গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখা দেয়। কিছু কিছু জায়গায় পুলিশ এবং ইসরায়েলপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।