নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সংক্রান্ত এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ জুন) ডিএমপির সদর দপ্তরে ডিএমপি ট্রেনিং একাডেমি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেন, বর্তমান সময়ে মামলা তদন্তের পাশাপাশি বিভিন্ন তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সিডিএমএস একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য সিডিএমএসে অন্তর্ভুক্ত থাকে। ফলে এর মাধ্যমে অনেক সমস্যার খুব দ্রুত সমাধান করা যায়। সিডিএমএসকে কীভাবে আরো কার্যকরী ও বিস্তৃত করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বলেন, বর্তমানে পুলিশের একটি গুরত্বপূর্ণ অনুষজ্ঞ হলো সিডিএমএস। বিস্তৃত তথ্য ভান্ডার হিসেবে কাজ করে এটি। তবে সিডিএমএসে যেমন তথ্য ভান্ডার বৃদ্ধি করতে হবে তেমনি এতে প্রবেশাধিকারের ক্ষেত্রেও যথেষ্ঠ কড়াকড়ি আরোপ করতে হবে। অপ্রয়োজনীয় কোন কিছু এখানে যাতে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
মুখ্য আলোচকের বক্তব্যে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার বলেন, বর্তমানে সব কিছুই আধুনিকায়ন হয়ে যাচ্ছে, বাংলাদেশ পুলিশও এর ব্যতিক্রম নয়। মামলা তদন্ত ডিজিটাল করার অংশ হিসেবে সিডিএমএস গুরুত্বপূর্ণ ভূমকিা পালন করে থাকে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সিডিএমএসে বিভিন্ন তথ্যের অবশ্যই আপডেট থাকতে হবে।
কর্মশালায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।