ডেমরায় ব্যবসায়ীকে কুপিয়ে ২০০ ভরি সোনা নিয়ে গেছে ডাকাতেরা: পুলিশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় মনির হোসেন নামের এক সোনা ব্যবসায়ীকে কুপিয়ে তাঁর কাছ থেকে সোনা ও নগদ অর্থ নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় ডাকাতদের ছোড়া বোমা ও ককটেলের আঘাতে অন্তত সাতজন পথচারী আহত হয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর বরাত দিয়ে ডেমরা থানার পুলিশ বলছে, মনিরের কাছ থেকে ২০০ ভরি সোনা ও ২ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতেরা।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা আজ সোমবার প্রথম আলোকে বলেন, ডেমরার আল আমিন রোডে মনিরের সোনার দোকান আছে। গতকাল রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে একটি ব্যাগে ২০০ ভরি সোনা ও আরেকটি ব্যাগে ২ লাখ টাকা নিয়ে আল আমিন রোডের বাসায় ফিরছিলেন।
বাসার কাছাকাছি এলাকায় পৌঁছালে ছয় থেকে সাতজন ডাকাত মনিরের পথরোধ করে। একপর্যায়ে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনিরের কাছ থেকে ব্যাগভর্তি সোনা ও টাকা নিয়ে নেয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে ককটেল ও বোমা ছুড়ে মারে। এতে অন্তত সাতজন আহত হন।
ফারুক মোল্লা আরও বলেন, ঘটনার সময় স্থানীয় জনতা এক ডাকাতকে আটক করেন। তখন অন্য ডাকাতেরা ব্যাগভর্তি সোনা ও টাকা নিয়ে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মনির ও আহত চার ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁরা হলেন মো. শিহাব (৩০), মো. আনোয়ার হোসেন (২৭), মোহাম্মদ বাপ্পি (১৮) ও মো. কাইয়ুম (৩০)। অন্য তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আল আমিন রোডের পাশেই থাকেন।
ওসি বলেন, ডাকাতেরা পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তার করে লুট করা টাকা ও সোনা উদ্ধারে ডেমরা থানার পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র্যাব অভিযান চালাচ্ছে।