ডোপ টেস্টে পজিটিভ: জিম্বাবুয়ের ২ ক্রিকেটার নিষিদ্ধ

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

ক্রীড়া ডেস্ক:

অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার হলেন অলরাউন্ডার ওয়েসলি মাধভেরে এবং ব্র্যান্ডন মাভুতা। সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে এই দুই ক্রিকেটারকে।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, মাধভেরে ও মাভুতার বিরুদ্ধে নিষিদ্ধ বিনোদনমূলক ওষুধ সেবন করার অভিযোগ আসে। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় শীঘ্রই শাস্তিমূলক শুনানিতে ডাকা হবে মাধভেরে ও মাভুতাকে। যেখানে তাদের নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ হবে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার কারণে জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হাউটন পদত্যাগ করেন। তার পদত্যাগ করার একদিন পরেই নিষিদ্ধ হলেন এই দুই ক্রিকেটার।

মাধভেরে ও মাভুতা দুজনেই সম্প্রতি জিম্বাবুয়ের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলেছেন। যেখানে মাধভেরে তিনটি টি-টোয়েন্টি ও অলরাউন্ডার মাভুতা ছিলেন এক টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচে।