ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়ে টাইমড আউট পাকিস্তানি তারকা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

পরপর দুই উইকেট গিয়েছে পড়ে। পরের ব্যাটার সৌদ শাকিল। পাকিস্তানের আগামীর সবচেয়ে বড় ভরসা যাকে বিবেচনা করা হয়। ৫ম ব্যাটার হিসেবে স্টেট ব্যাংক অব পাকিস্তান দলের হয়ে নামবার কথা ছিল তারই। কিন্তু সৌদ শাকিলের দেখা মিলল না পরের তিন মিনিটে

পিটিভি দলের অধিনায়ক আহমেদ বাট আবেদন করতে দেরি করেননি। আর তাতেই আউট হলেন সৌদ শাকিল। গণমাধ্যমের খবর, ড্রেসিংরুমে নাকি ঘুমিয়েই পড়েছিলেন সৌদ শাকিল। সেই ঘুম না ভাঙার কারণেই হয়েছেন টাইমড আউট।

এমন উদ্ভট কাণ্ড ঘটেছে পাকিস্তানের প্রেসিডেন্টস কাপ গ্রেড-১ টুর্নামেন্টে। প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে টাইমড আউট হয়ে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটে এমন বিব্রতকর আউট হলেন সৌদ শাকিল। সবমিলিয়ে মাত্র ৭ম ক্রিকেটার হিসেবে এমন আউট হওয়ার নজির এটি।

পিটিভি দলের অধিনায়ক আহমেদ বাট আবেদন করতে দেরি করেননি। আর তাতেই আউট হলেন সৌদ শাকিল। গণমাধ্যমের খবর, ড্রেসিংরুমে নাকি ঘুমিয়েই পড়েছিলেন সৌদ শাকিল। সেই ঘুম না ভাঙার কারণেই হয়েছেন টাইমড আউট।

এমন উদ্ভট কাণ্ড ঘটেছে পাকিস্তানের প্রেসিডেন্টস কাপ গ্রেড-১ টুর্নামেন্টে। প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে টাইমড আউট হয়ে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটে এমন বিব্রতকর আউট হলেন সৌদ শাকিল। সবমিলিয়ে মাত্র ৭ম ক্রিকেটার হিসেবে এমন আউট হওয়ার নজির এটি।