ড. ইউনূসে মুগ্ধ হলিউড অভিনেতা

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

বর্তমানে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অংশ নিতে কাতারের দোহায় অবস্থান করছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মজার বিষয় হলো সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হলিউডের নামী অভিনেতা ইদ্রিস এলবার।
গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা দুটি ছবিতে দেখা যায়, ড. ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করছেন ইদ্রিস এলবার। এ সময় অভিনেতাকে বেশ হাস্যজ্বল দেখা যায়, চেহারায় প্রস্ফুটিত হয় অভিনেতার অকৃত্রিম আন্তরিকতা ও মুগ্ধতা।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিনেতা ইদ্রিস এলবারের সঙ্গে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন।’

উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে কাতারের দোহায় পৌঁছান ড. ইউনূস। মঙ্গলবার ও বুধবার- দুইদিনব্যাপী চলছে সেই সম্মেলন। এরই মধ্যে এক ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিলেন ইদ্রিস। তবে দোহায় কেন অবস্থান করছিলেন এই ব্রিটিশ অভিনেতা, তা জানা যায়নি।

বলা বাহুল্য, জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অয়্যার’-এ স্ট্রিঙ্গার বেল চরিত্রে এবং বিবিসির ‘লুথার’-এ জন লুথার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন ইদ্রিস এলবার। এছাড়া ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’ সিনেমায় দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলেন ব্রিটিশ বংশোদ্ভূত এই অভিনেতা।
পাশাপাশি সেরা মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য চারবার মনোনয়ন লাভ করেন এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এই অভিনেতা। .