ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বেপরোয়া ছিনতাই, একের পর এক ঝরছে প্রাণ
ঢাকা ও নারায়ণগঞ্জে এক সপ্তাহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে ছিনতাইয়ের অভিযোগে উত্তেজিত লোকজন পিটিয়ে মেরেছে তিনজনকে। গত ৫ আগস্টের পর পুলিশি কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কাটছে না। দেখা দিচ্ছে নানা প্রশ্ন।

গত বছর রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দন্ত চিকিৎসক ও এক পুলিশ সদস্যের মৃত্যুর পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের ৭ অক্টোবর এক আদেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ‘ছিনতাই প্রতিরোধ টাস্কফোর্স’ গঠন করে। এর পর থেকে দীর্ঘদিন ছিনতাই কিছুটা কম হয়েছে। সাম্প্রতিক সময়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাই ও ডাকাত চক্রের সদস্যরা।