ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে চলমান রাজনৈতিক সংঘাত ও সহিংসতার বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করার কথা রয়েছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৪টা ১৫ মি‌নি‌টে এ বৈঠক শুরু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র,ভারত, চীন, যুক্তরাজ্য, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্পেন, সিঙ্গাপুর, কানাডা, জার্মান, ইতা‌লি, ফ্রান্স, রা‌শিয়া, জাপান, নেদারল্যান্ডস, সুই‌ডেন, সুইজারল্যান্ড, ব্রা‌জিল, অ‌স্ট্রেলিয়া, মাল‌য়ে‌শিয়া, ইইউ, জা‌তিসংঘ, ওআই‌সি, বিমস‌টেকসহ ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেয়। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আনসার প্রটোকল নি‌য়ে বৈঠ‌কে আসেন। তা‌কে শে‌ষের দি‌কের চেয়া‌রে বস‌তে দেখা গে‌ছে।

‌বৈঠ‌কে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম, পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন বৈঠ‌কে অংশ নেন।


কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করবেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘাত-সহিংসতার বিষয়ে কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে। এক্ষেত্রে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যের মৃত্যু এবং বাহিনীর কিছু সদস্যদের ওপর হামলা, হাসপাতাল, পুলিশ বক্স এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনাগুলো তুলে ধরা হতে পারে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার বিষয়টিও তুলে ধরা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্যান্য যেসব নেতাকে গ্রেপ্তার প্রসঙ্গে কূটনীতিকরা প্রশ্ন তুললে পারে। সে বিষয়ে প্রস্তুতি রেখে এ ধরণের প্রশ্নের সম্মুখীন হলে বিএনপির নেতাদের গ্রেপ্তারের ব্যাখ্যা দেবে সংশ্লিষ্টরা।