ঢাকা-আরিচা মহাসড়কে ৩ ঘণ্টা অবরোধ

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গি এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাইজিং স্পিনিং মিলের কর্মরত শ্রমিকরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নয়াডিঙ্গি নামক স্থানে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, ‘অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। যে কারণে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে শ্রমিকরা।’

রাইজিং স্পিনিং মিলের এজিএম মো. মোশাররফ হোসেন বলেন, ‘সরকার গার্মেন্টস সেক্টরে নতুন কাঠামো করে বেতন-ভাতা দিচ্ছেন। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা। এখানে অন্য কারও ইন্ধনেই কিছু শ্রমিক অহেতুক এই আন্দোলন করছে।’

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক-শ্রমিকের সঙ্গে কথা বলা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’