নিজস্ব প্রতিনিধি:
ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। তিনি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
এর আগে গত ৭ নভেম্বর ‘ইডেন মহিলা কলেজের’ ইংরেজি বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগমকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী।