নিজস্ব প্রতিবেদন:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের চার শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের অনুসারীরা এই হামলা ঘটিয়েছে। হামলার ঘটনায় হলের ২ শিক্ষার্থী ও একজন হলের স্টাফ আহত হয়েছে। হামলার প্রতিবাদে হানিফ ফ্লাইওভারের সামনে অবস্থান নিয়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন হলের শিক্ষার্থীরা। পরে আসামিদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা।
আহতরা হলো- পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিপুণ, ফিজিক্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান ও হল স্টাফ আলমগীর। এরমধ্যে নিপুণের অবস্থা গুরুতর। তার মাথায় ১৫ টি সেলাই লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকরা রাস্তার উলটো পাশ দিয়ে ৮-১০ টি বাইক নিয়ে অমর একুশ হলের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় একজন শিক্ষার্থী উলটো পাশে আসার কারণ জানতে চাইলে তাকে মারধর করতে করতে হানিফ ফ্লাইওভার পর্যন্ত নিয়ে যায়।
হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক বলেন, হামলার পর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। পরবর্তী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। আহতদের মধ্যে একজন ঢাকা মেডিকেল ভর্তি আছে। তার চিকিৎসার খরচ হল প্রশাসন বহন করবে।