তপশিল বুধবার, জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি!

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নিয়ে আগামীকাল বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তবে তপশিল কবে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তপশিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।
সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণেই মূলত তপশিল ঘোষণা করা হয়।