তফসিল ঘোষণার ১৫ দিন আগে মির্জাপুর থানার ওসি প্রত্যাহার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
টাঙ্গাইল প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ১৫ দিন আগে হঠাৎ করেই টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমকে প্রত্যাহার করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম।
আজ শুক্রবার (২০ অক্টোবর) রাতে বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের কাছে থেকে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. রেজাউল করিম।
পুলিশ বলেছেন, চলমান প্রক্রিয়া এবং স্বাভাবিক নিয়মেই ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের বদলি হয়েছে। নতুন অফিসার ইনচার্জ রেজাউল করিম পুলিশ বাহিনীর সকল সদস্যদের সঙ্গে নিয়ে ও মির্জাপুরবাসীর সার্বিক সহযোগিতায় মির্জাপুর থানাকে ঢেলে সাজাবেন বলে জানিয়েছেন।
পুলিশ সূত্র জানা গেছে, বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ২০২২ সালে মির্জাপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে ছিলেন। এক বছর ৫ মাস তিনি মির্জাপুর থানায় সকলেল সঙ্গে মিলেমিশে ও সমন্বয় করে সুনামের সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে আওয়ামী লীগের ঘনিষ্ট সূত্র জানিয়েছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে ওসির বদলি হওয়ায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। সরকারি বিধি এবং পুলিশ বাহিনীর নিয়মিত বদলির অংশ হিসেবেই শেখ আবু সালেহ মাসুদ করিমের বদলি হয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। অল্প দিনের মধ্যে তিনি নতুন কর্মস্থালে যোগদান করবেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
অপরদিকে মির্জাপুর থানায় ওসি হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেওয়া অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম জগন্মাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে ১৯৮৮ সালে দেশ সেবার ব্রত নিয়ে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। উপ-পরিদর্শক এবং ওসি হিসেবে ডিএমপি, মানিকগঞ্জের দৌলতপুর থানা, টাঙ্গাইলের সখীপুর থানা এবং টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
এ ব্যাপারে ওসি মো. রেজাউল করিম বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ এই সেবার ব্রত নিয়ে ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। নতুন ওসি হিসেবে মির্জাপুর উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়র-কাউন্সলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ-কর্মী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাসহ সাধারণ জনগণের সঙ্গে সমন্বয় করে মির্জাপুরের উন্নয়নে কাজ করতে চাই। চাই সকলের সার্বিক সহেযাগিতা।
টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম আবু মনসুর মুসা সাংবাদিকদের বলেন, পুলিশ বিভাগের নিয়মিত বদলির অংশ হিসেবে স্বাভাবিক নিয়মেই মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের বদলি হয়েছে। তিনি একজন দক্ষ ও সৎ অফিসার। নতুন ওসি হিসেবে মো. রেজাউল করিম মির্জাপুর থানায় যোগদান করেছেন। তিনিও একজন দক্ষ ও নিষ্ঠাবান ভাল অফিসার।