দাঁড়িয়ে থাকা রিকশাসহ চালককে পিষে দিলো বাস

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর কামরাঙ্গীরচর বড় মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় মো. সুমন নামে (২৪) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমন শেরপুর সদরের সিটি খান গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বাস করতেন।

নিহতের চাচা সালাম জানান, আমার ভাতিজা অটোরিকশা চালাতো। গতকাল রাতে সে কামরাঙ্গীরচর বড় মসজিদের সামনে রিকশা থামিয়ে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সুমন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান— আমার ভাতিজা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।