দিনদুপুরে ছিনতাইয়ের সময়ে জনতার হাতে তরুণ আটক

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে দিনদুপুরে ছিনতাইকালে হাতেনাতে আটক করে আফজাল (২০) নামে এক তরুণকে পুলিশে দিয়েছে জনতা। এসময় সঙ্গে থাকা রাসেল (২২) নামে অপর সহযোগী পালিয়ে যান।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আরিফ হোসেন নামে এক যুবক ভৈরব স্টেশন হতে ট্রেনে চড়ে ফেনীতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে রেলওয়ে স্টেশন সংলগ্ন কমলপুর নিউ টাউন এলাকা থেকে স্টেশনে প্রবেশের সময় হঠাৎ দুই তরুণ আরিফের উপর হামলা চালান। এসময় তাকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করতে চাইলে তা প্রতিহত করে যুবক আহত হয় । পরর্বতীতে যুবকের চিৎকার শুনে স্থানীয়রা ছিনতাইকারীদের থেকে যুবককে উদ্ধার করে। এসময় স্থানীয়রা হামলাকারীদের ভেতর আফজালকে আটক করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ধারালো ছুরি জব্দ করা হয়।

ভুক্তভোগী আরিফ মিয়া বলেন, নতুন চাকুরিতে যোগ দিতে ভৈরব স্টেশন থেকে ট্রেনে করে ফেনীতে যাওয়ার জন্য নান্দাইল থেকে এসেছি। স্টেশনে যাওয়ার সময়ে পাশের একটি রাস্তায় হঠাৎ করে দুজন ছিনতাইকারী আমাকে আটক করে ছুরিকাঘাত করতে চাইলে তখন আমি সেটা প্রতিহত করি। এসময় আমার ডানে হাত আঘাতপ্রাপ্ত হয়। এসময় তাদের সঙ্গে আমার হাতহাতি হয়। পরে আমার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এসে আমাকে উদ্ধার করে। তাদের জন্যই আজ আমার জীবনটা বাঁচলো।

স্থানীয় বাসিন্দা ও যুবলীগ নেতা শরীফ নেওয়াজ  বলেন, আমাদের বাড়ির পাশেই রেলওয়ে স্টেশন। হঠাৎ করে চিৎকারের শব্দ শুনে বের হয়ে দেখি দুজন ছেলে একজনকে মারধর করে তার সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল নিয়ে টানাটানি করছে। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের কাছ থেকে যুবককে উদ্ধার করি। এসময় দৌড়ে দুই ছিনতাইকারিদের মধ্য একজনকে আটক করে পুলিশে দিয়েছি।এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ বলেন, জনতার হাতে আটক তরুণকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।