নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে দিনভর চলা রাজনৈতিক আন্দোলনের সহিংসতায় ২২ জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
এরমধ্যে ১২ জায়গার আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। বাকি জায়গায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি।
আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, বিকেল ৫টায় শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নিনির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।
তারা অগ্নিনির্বাপণ কর্মীদের মারধর করেন। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ও একজন ড্রাইভার আহত হন। তারা হলেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম ও একই স্টেশনের ড্রাইভার শরিফুল ইসলাম। হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা স্টেশনে ফেরত গেছেন।