দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী দুই কৃষক।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় শাজাহান আলীর এক বিঘা ও রহিদুল ইসলামের ৫ বিঘা জমির কলাগাছ কেটে দেওয়ার ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থায় নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত কৃষক শাজাহান আলী ও রহিদুল ইসলাম জানান, তারা দুইজন মিলে প্রতিবিঘা ৩০ হাজার টাকায় অন্যের কাছ থেকে বর্গা নিয়ে কলার চাষ শুরু করেছিলেন। প্রতি বিঘায় তাদের খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সকালে লোকজন দেখে তাদের জানায়। কারো সঙ্গে কোনো শত্রুতা নেই তারপরও এমন করার কারণ খুঁজে না পেয়ে দিশেহারা তারা। প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, কৃষকের ফসল কেটে তছরুপ করার বিষয়টি ন্যাক্কারজনক। এতে শুধু কৃষকের ক্ষতি হয়নি। জেলার অর্থনীতির ক্ষতি করা হয়েছে। এমন ন্যাক্কারজনক কাজে জড়িতদের আইনের আওতায় আনা উচিত।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কলাবাগান কেটে দেওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।