দুদকের ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে দুদকের ৬টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতে হাজির হন তিনি। আইনজীবীদের বক্তব্য শুনে তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেন বিচারক ফারহানা ইয়াসমিন।
২০১৭ সালের ২৯ আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের ময়মনসিংহ সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মোসাদ্দেক আলীর নামে দুই দফায় ৬টি মামলা করেন। ভালুকায় জমি কেনা সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে দুদকের এই কর্মকর্তা মামলাগুলো করেন। এসব মামলা ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়াধীন ছিল।
মামলার বিবরণে জানা যায়, মোসাদ্দেক আলী মামলার পাঁচ মাস ২০ দিন আগে দেশের বাইরে যান। অর্থাৎ ২০১৭ সালের ৯ মে তিনি দেশের বাইরে যান। মামলা দায়ের করা হয় ২৯ অক্টোবর ২০১৭ সালে।
দণ্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ (২) ধারায় মামলাগুলো দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান।মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মোখলেছুর রহমান, রেজাউল করিম প্রমুখসহ জামিন আবেদন শুনানি করেন।