দুদিন বন্ধ থাকবে তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,সিলেটঃ
ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দুদিন সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বন্দরের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ। তবে শনিবার থেকে সবকিছু স্বাভাবিক থাকবে।
ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন সাতটি ধাপে অনুষ্ঠিত হয়। তামাবিল স্থলবন্দরের অপর পাশে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের দুটি আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া বলেন, ১৮-১৯ এপ্রিল দুদিন ভারতের ডাউকি ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ থাকবে। যার কারণে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (২০ এপ্রিল) থেকে সবকিছু স্বাভাবিক থাকবে।