নাজিরা বাজার ভোট দিয়েছেন সাঈদ খোকন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাঈদ খোকন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, আল্লাহ তায়ালা মেহেরবানি করলে নৌকা বিজয়ী হবে। ভোটের পরিবেশ নিয়ে আমি মোর দেন হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টায় নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দে ভোট দিতে আসছে। এ এলাকার মানুষের সকাল-সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা কম। তারা একটু সময় নিয়েই রিল্যাক্স মুডে আসে। সময় যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। আশা করছি দুপুরের পর ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে।
কত পার্সেন্ট ভোটার উপস্থিতিতে আপনি সন্তুষ্ট— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার সংখ্যা যত বেশি হয় আমি তত বেশি সন্তুষ্ট। আমি মনে করি অলরেডি পুরান ঢাকার মানুষ ভোট কেন্দ্রে আসা শুরু করেছে, আপনি যদি কেন্দ্রগুলোতে যান দেখবেন ইতোমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

ভোটের পরিবেশ প্রসঙ্গে আ.লীগের এই প্রার্থী বলেন, ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিচ্ছে। তারা প্রমাণ করে দিচ্ছে— শেখ হাসিনা যেটা বলেছেন সেটাই সঠিক।

জয়ের আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন বলেন, আমি আশাবাদী, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।

কাকে ভোট দিয়েছেন— জানতে চাইলে তিনি বলেন, নৌকা মার্কায় দিয়েছি। ইনশাল্লাহ জয় হবে।

এদিন বেলা সাড়ে ১১টায় নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন সাঈদ খোকন। এ সময় সঙ্গে ছিলেন মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারজানা সাঈদ, মেয়ে অধরা ও অররা সাঈদ। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৭০৪ জন, পুরুষ ভোটার ১ হাজার ৮২৫ জন।