দ. কোরিয়ায় বিমানটি ‘পাখির আঘাতে’ বিধ্বস্ত হতে পারে

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার ১৮১ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দুইজন বাদে বিমানের বাকি সব আরোহী প্রাণ হারিয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এটি। এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

মুয়ান ফায়ার বিভাগের প্রধান লি জিয়ং-হুন জানিয়েছেন, তাদের ধারণা পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার কারণে হয়ত বিমানটি বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, “দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাওয়াকে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্তের মাধ্যমে পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানানো হবে। “

তবে ভিডিওতে নীল পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। যার অর্থ খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ইতিমধ্যে বলেছেন, ল্যান্ডিং গিয়ারের কিছুটা ত্রুটির কারণে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রানওয়ে স্পর্শ করার পর পেটের অংশ দিয়ে রানওয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছিল বিমানটি। এর কিছুক্ষণ পরই কোনো কিছুতে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় এটি। তাৎক্ষণিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর বাকি যেসব আরোহী আছেন তাদের সবাই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সর্বশেষ তথ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুন  

সাত সেবা নবায়নের ফি বাড়াল সৌদি আরব ভিসা ও ইকামাসহ সাতটি সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘আবশের বিজনেস’ বর্ধিত ফি চালু করেছে। খবর গালফ নিউজের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদিতে পুনঃপ্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর ইকামা (বসবাসের অনুমতি) নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ ও ৭০ রিয়াল। নতুন করে ইকামা ইস্যু করার ফি ধরা হয়েছে ৫১ দশমিক ৭৫ রিয়াল। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল (রিপোর্টিং) ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে দিতে হবে ৬৯ রিয়াল। আবশের বিজনেস সম্প্রতি নানা ধরনের সেবা চালু করেছে। এ রকম একটি সেবা পাওয়া যায় আবশের ইন্ডিভিজ্যুয়ালস প্ল্যাটফর্মের মাধ্যমে। এটার মাধ্যমে ভ্রমণ ভিসায় সৌদিতে আসার পর কেউ যদি পলাতক থাকেন বা হারিয়ে যান, নিয়োগদাতা (হোস্ট) ওই ব্যক্তির বিষয়ে রিপোর্ট করতে পারবেন। আবশের ইন্ডিভিজ্যুয়ালে এই ধরনের রিপোর্ট করতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যে ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা হচ্ছে, তাঁকে সৌদিতে ব্যক্তিগত বা পারিবারিক ভিসায় ভ্রমণ করতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পরই কেবল প্রতিবেদন দাখিল করা যাবে। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ১৪ দিনের বেশি সময় পর আবেদন করা যাবে না।