
ক্রীড়া ডেস্ক:
জয়ের জন্য ৩০ বলে ৫৬ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। হাতে ৫ উইকেট। বিজয় শঙ্কর ১৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার পর ৭ নম্বরে ব্যাটিংয়ে নামলেন মহেন্দ্র সিং ধোনি। দেখালেন বুড়ো হাড়ের ভেলকি। ষষ্ঠ উইকেটে ধোনি ও দুবের ২৮ বলে অবিচ্ছন্ন ৫৮ রানের জুটি। যেখানে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা দুবের অবদান ১৭ বলে ২৬ আর ৪৩ বছর বয়সী ধোনির অবদান ১১ বলে ২৬!
১৭তম ওভারের শেষ বলে শার্দুল ঠাকুরকে এক হাতে মারা ধোনির ছক্কাটি চেন্নাই সমর্থকদের মনে থাকবে বহুদিন। ম্যাচ শেষ করে আসায় কিংবদন্তি হয়ে ওঠা এই ধোনিকে পুরোনো চেহারায় দেখে নিশ্চয়ই খুশি হবেন চেন্নাইয়ের সমর্থকেরা। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৬৬ রান তাড়া করতে নেমে চেন্নাইও ম্যাচটা জিতল হেসেখেলে। ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে চেন্নাই।
চেন্নাই শুরুটাও পেয়েছে বেশ ভালো। দুই ওপেনার শাইক রশিদ ও রাচিন রবীন্দ্র ৪.৫ ওভারে ৫২ রানের জুটি গড়েন। শাইক (২৭) আউট হওয়ার পর ত্রিপাঠির সঙ্গে ১৯ বলে ২২ রানের জুটি গড়েন রাচিন। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩৭।
একানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল লক্ষ্ণৌ। প্রথম ওভারে এইডেন মার্করাম (৬) আউট হওয়ায় তাদের শুরুটা ভালো হয়নি। ফর্মে থাকা নিকোলাস পুরানও ৮ রান করে ফেরেন দ্রুতই। মিচেল মার্শকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৩৩ বলে ৫০ রানের জুটি গড়েন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্ত। ৪ ছক্কা ও ৪ চারে ৪৯ বলে ৬৩ করা পন্ত তাঁর স্বভাবসুলভ ব্যাটিং করতে না পারলেও রানে ফেরায় স্বস্তি পাবেন দলটির সমর্থকেরা।
তবে আজকের ম্যাচে দিনটি ছিল ধোনির। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ডিসমিসালের রেকর্ড গড়লেন চেন্নাইয়ের আগের ম্যাচে অধিনায়কত্বে ফেরা ধোনি। দারুণভাবে শেষ করায় ম্যাচসেরাও তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যাচসেরাও এখন ধোনিই। ৪৩ বছর ২৮১ দিন বয়সে হলেন ম্যাচসেরা।
এবারের আইপিএলে পাঁচে, সাতে, আটে ও নয়ে ব্যাটিংয়ে নেমেছেন ধোনি। আগের ম্যাচে নয়ে নেমে ১ রানে আউট হন। আজ সাতে দেখা গেল সেই পুরোনো ধোনিকে। ফিনিশার! যা দেখে ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে এক্সে লিখেছেন, ‘অনেকেরই আনন্দের উৎস তিনি, আর কিছুটা অবশিষ্ট আছে। ধোনি। পরের ম্যাচে ছয়ে!’
৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার তলানিতে চেন্নাই। সমান ম্যাচে ৪ জয়ে মোট ৮ পয়েন্ট নিয়ে চারে লক্ষ্ণৌ।
সংক্ষিপ্ত স্কোর:
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: ২০ ওভারে ১৬৬/৭ (পন্ত ৬৩, মার্শ ৩০, সামাদ ২০; জাদেজা ২/২৪, পাথিরানা ২/৪৫)।
চেন্নাই সুপার কিংস: ১৯.৩ ওভারে ১৬৮/৫ (দুবে ৪৩*, ধোনি ২৬* জাদেজা ৩৭; রবি ২/১৮, দিগভেশ ১/২৩, মার্করাম ১/২৫)।