ধোপাজান নদীতে টাস্কফোর্সের অভিযান, ১৩ কোটি টাকার মালামাল জব্দ

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে ড্রেজার বা বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় চারজন শ্রমিককে আটক করা হয়।

অভিযানে সাতটি ড্রেজার মেশিন, ১৩২টি স্টিল বডি নৌকা এবং ২০ হাজার ৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালানো এই অভিযানে প্রায় ১৩ কোটি ১৬ লাখ ৫২ হাজার টাকার ড্রেজার মেশিন, বালু ও স্টিল বডি নৌকা জব্দ করা হয়।

আটককৃত নৌকা ও ড্রেজার মেশিন আস্তানাঘাট এলাকায় সহকারী কমিশনারের তত্ত্বাবধানে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় রাখা হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, ডলুরা বিওপি অধীনস্থ সীমান্ত এলাকায় ধোপাজান চলতি নদী ও সুরমা ইউনিয়নের ওরাকান্দা মনিপুরী ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় টাস্কফোর্সে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, সুনামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মে. ইসমাইল রহমান এবং পুলিশের এসআই মো. জহির হোসেন ও মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।