নওগাঁয় ভোট কিনতে গিয়ে টাকাসহ আটক ৩, ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

নওগাঁ প্রতিবেদকঃ 

নওগাঁর বদলগাছীতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের হয়ে ভোট কেনার সময় নগদ ৩৫ হাজার টাকাসহ তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। পরে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চাকরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। ঢাকা পোস্টকে এই তথ্যটি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভগবানপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে স্বাধীন হোসেন (৪৩), কাশিমালা গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে ফুলবর মন্ডল (৫৩), দীপগঞ্জ গ্রামের মকবুলের ছেলে মঞ্জু (৫৪)। এদের মধ্যে স্বাধীন হোসেন স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন।

নওগাঁয় নৌকার ৬টি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর-আগুন
নওগাঁয় নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার
বাড়ি ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম
এবার নওগাঁয় ভোটকেন্দ্রে আগুন
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল ঢাকা পোস্টকে বলেন, টাকা দিয়ে ভোট কেনার সময় চাকরাইলে স্থানীয় জনগণ তিনজনকে আটক করে রাখে। পরে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তাদের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা পাওয়া যায়।

এরপর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের তিনজনকেই ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।