নবজাতক সন্তানকে বিক্রির অভিযোগে বাবা গ্রেফতার

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩

ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি:

ফরিদপুরে বোয়ালমারীতে নবজাতক সন্তানকে ২০ হাজার টাকায় বিক্রির অভিযোগে বাবা রবিউল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে নবজাতককে কিনে নেওয়া এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শিশুর বাবা বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের ইদ্রিস শেখের ছেলে রবিউল শেখ এবং নবজাতককে কিনে নেওয়া ব্যক্তি বাবুল মিয়া। নবজাতক কেনাবেচায় জড়িত জেসমিন ও বাবলি নামে দুই নারীকেও মামলায় আসামি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানায় শিশু চুরির অভিযোগ দেন নবজাতকের মামা দাউদ খালাসি। পরে তার অভিযোগটি মানবপাচার প্রতিরোধ আইনে মামলা হিসেবে রুজু করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল বলেন, শিশুটির মামা দাউদ আমাদের কাছে অভিযোগ দিলে রবিউল ও বাবুল মিয়াকে আটক করা হয়। এর সঙ্গে জেসমিন ও বাবলি নামে দুই নারী জড়িত, তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।