নবম পে-স্কেল ও আউটসোর্সিং প্রথা বাতিলসহ ১০ দফা দাবি

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

মোঃ সাইফুল ইসলামঃ 

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে নবম পে-স্কেল প্রদান ও আউটসোর্সিং প্রথা বাতিলসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আজিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।

তাদের ১০ দফা দাবি হলো–

১. ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করে ১.৫ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫,২০০ টাকা নির্ধারণ করতে হবে।

২. আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পের নিয়োগকৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।

৩. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সংগতি রেখে ৪০ শতাংশ মহার্ঘভাতা প্রদান করতে হবে।

৪. বাড়ি ভাড়া ৮০ শতাংশ, চিকিৎসা ভাতা ৩০০০ টাকা, শিক্ষা ভাতা ২০০০ টাকা, যাতায়াত ভাতা ১৫০০ টাকা, টিফিন ভাতা ১০০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০০ টাকা নির্ধারণ করতে হবে।

৫. পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে।

৬. সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কর্মচারীদের ৫০ শতাংশ পদোন্নতি করতে হবে।

৭. নিয়োগের ক্ষেত্রে রেলের (রেল অধিদপ্তরের) ন্যায় ৪০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে।

৮. পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধাসহ পেনশন গ্র্যাচুইটি হার এক টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে।

৯. সরকারি কর্মচারীদের সুদ মুক্ত ঋণ প্রদান করতে হবে।

১০. সরকারি সব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় পাহাড়ি ভাতা প্রদান করতে হবে।